লালগ্রহে (Mars) নাকি ভালুক (Bear) দেখা যাচ্ছে । সম্প্রতি, নাসার ক্যামেরায় সেই ছবিই ধরা পড়েছে । নাক-চোখ, মুখ...একেবারেই যেন 'টেডি-বিয়ার' । দেখে মনে হবে হাসছে । এই ছবি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় । মঙ্গলগ্রহের মাটিতে কি সত্যিই ভালুক (Bear in Mars) দেখা গেল ?
বিষয়টা আসলে তা নয় । নাসার তরফে মঙ্গলগ্রহের যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, ভালুকের মাথার মতো একটা বড় বৃত্ত । এটা আসলে একটা ভাঙাচোরা শিলা । তার মধ্যে ছোট দু'টি গোল গর্ত,যা চোখের আকার ধারণ করেছে । আর খাঁজের মতো গর্ত হল নাক । নাসা জানিয়েছে, মঙ্গলের মাটিতে ‘ভি’ আকৃতির একটি পবর্ত রয়েছে । সেই পর্বতের খাঁজ ভালুকের নাকের আকার নিয়েছে । সব মিলিয়ে একেবারে 'টেডি বিয়ার'-এর মতো ।
নাসার বিজ্ঞানীরা অনুমান করছেন, নাকের আদলে যে পর্বতটি রয়েছে, তা কোনও আগ্নেয়গিরি হতে পারে । কিংবা স্তরে স্তরে লাভা জমেও ভি আকৃতি ধারণ করতে পারে । আগেও এরকম বিভিন্ন আকার-আকৃতি লালগ্রহের মাটিতে দেখা গিয়েছে ।