সম্প্রতি, মঙ্গল গ্রহের ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শেয়ার করেছে NASA । উচ্চ-রেজোলিউশনযুক্ত ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট (HiRISE) ব্যবহার করে ছবিটি তোলা হয়েছে । আর এই ছবি দেখেই শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে । কিন্তু কেন ?
NASA-মঙ্গল গ্রহের কয়েকটি ছবি শেয়ার করে জানিয়েছে, মঙ্গলের মাটিতে গর্ত দেখা গিয়েছে‘এটি মঙ্গলগ্রহের একটি গহ্বর ।’ আর এই ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় । ওই ছবিতে (NASA Share Mars Pic ) ৪ লক্ষেরও বেশি লাইক পড়েছে । ছবি দেখে অনেকে অনেকরকম মন্তব্যও করেন । একজন তো লেখেন, "মঙ্গলে ভিনগ্রহের বাসিন্দার পায়ের ছাপ বলেই তো মনে হচ্ছে । "
আরও পড়ুন, Viral Video : কৃষ্ণাঙ্গ যুবককে রাস্তায় ফেলে পিছন থেকে গুলি মিশিগান পুলিশ অফিসারের, দেখুন ভিডিও
যদিও, নাসা-র তরফে ক্যাপশনে পুরো বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে । মঙ্গলের ওই গহ্বরের নাম দেওয়া হয়েছে ‘এয়ারি ক্রেটার’। নাসা জানিয়েছে, “মঙ্গলের শূন্য দ্রাঘিমা রেখা অঞ্চলটি দেখা যাচ্ছে । আমাদের পৃথিবীতে যেমন গ্রিনউইচ অবজারভেটরি শূন্য দ্রাঘিমায় অবস্থিত, লাল গ্রহের শূন্য দ্রাঘিমায় তেমন রয়েছে এই এয়ারি ক্রেটার ।”