প্রতি বছর নানা বিউটি কন্টেস্টে একজন না একজন বিজয়ী হন। কারোর কারোর নাম মনে থাকে, কেউ আবার হারিয়েই যান। কিন্তু নাতাশা বেরেসফোর্ডের নামটা বেশ অনেকদিন মনে থাকবে গোটা বিশ্বের। নাতাশা মিস লন্ডনের খেতাব জিতেছেন, এটা খবর নয়, নাতাশা এক সৌন্দর্যের প্রতিযোগিতা জিতেছেন সবরকম প্রসাধনী অর্থাৎ মেকআপ বর্জন করে। চোখে কাজলটুকু পর্যন্ত ব্যবহার করেননি।
এই প্রথম 'মেকআপহীন' প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৮ জনের মধ্যে মিস লন্ডন খেতাব জিতলেন নাতাশা। চলতি বছরে মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় লন্ডনের প্রতিনিধিত্ব করবেন নাতাশা। মুখে কত পুরু প্রসাধনী, ঠোঁটের রং কতটা স্টাইলিশ, এসব দেখা হচ্ছে না প্রতিযোগিতায়। বরং মাপা হচ্ছে প্রতিযোগীদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, মূল্যবোধ।
Kedarnath Propose Video: ছক ভেঙে কেদারনাথ মন্দিরেই আংটি নিয়ে প্রেমিককে প্রপোজ করলেন তরুণী
২৬ বছরের ডেন্টাল নার্স নাতাশা জানিয়েছেন সমাজের ঠিক করে দেওয়া সৌন্দর্যের চেনা ছকে তিনি নিজেকে বাঁধেননি কখনওই। বরং তিনি যেমন, একেবারেই সেভাবেই নিজেকে তুলে ধরেছেন পৃথিবীর কাছে।