নেপাল থেকে দুবাইগামী ফ্লাইট রাত সাড়ে ১১টায় । সময় হাতে রেখেই কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন যাত্রীরা । কিন্তু, তারপরেও বিমানে চড়া হল কই । বিমানবন্দরে গিয়ে জানতে পারলেন তাঁদের ছাড়াই প্রায় দুই ঘণ্টা আগে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছে বিমানটি । বাধ্য হয়ে ৩১ জন যাত্রীকে সেদিন রাতটা কাটাতে হল হোটেলেই । কিন্তু কী ঘটেছিল ? ২৭৪ জন যাত্রীর মধ্যে কেন ওই ৩১ জন আটকে পড়েন বিমানবন্দরে ?
জানা গিয়েছে, বুধবার, দুবাইগামী ফ্লাইট RA 299 রাত সাড়ে ১১টায় দুবাইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল । কিন্তু, তা আরও দুই ঘণ্টা এগিয়ে সাড়ে ৯টায় করা হয় । জানা গিয়েছে, ওই ফ্লাইটেই যাত্রী ছি্লেন নেপালের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল । তাঁর জন্যই বিমানের সময় দুই ঘণ্টা এগিয়ে আনা হয় । যদিও, নেপালের ওই এয়ারলাইন্সের দাবি, তাঁরা বিমানের সময় পরিবর্তন সংক্রান্ত একটি নির্দেশিকা প্রত্যেক যাত্রীকে ইমেঅল করে পাঠিয়ে দিয়েছিলেন । কিন্তু, তার মধ্যে ৩১ জন ওই ইমেইল বা ম্যাসেজের কোনও জবাব দেয়নি ।
এয়ারলাইন্স সংস্থা সূত্রে খবর, ওই ৩১ জন যাত্রীকে হোটেলে রাখা হয়েছিল । পরের দিন তাঁদের জন্য দুবাইগামী ফ্লাইটের ব্যবস্থা করা হয় । এরকম পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে ওই এয়ারলাইন্স সংস্থা ।