“দারুণ লাগছে। অনেক কাজ করতে হবে। অনেকের বিরুদ্ধে মামলা করতে হবে। নেপাল সরকারের(Nepal Govt); বিরুদ্ধেও মামলা করব।" প্যারিসের বিমানে চেপে এমনটাই জানালেন একসময়ের কুখ্যাত 'বিকিনি-কিলার' চার্লস শোভরাজ(Charles Sobhraj)। এমনকি, তাঁকে 'সিরিয়াল কিলার' আখ্যা দেওয়াও যে ভুল, তাও এদিন জানান চার্লস। উল্লেখ্য, এই সিরিয়াল কিলারের জীবনী অবলম্বনে নেটফ্লিক্স(Netflix) ও বিবিসির(BBC on Charles Sobhraj) তরফে 'দ্য সারপেন্ট' নামক এক ওয়েব সিরিজও মুক্তি পায়।
শুক্রবারই ১৯ বছরের জেলজীবন কাটিয়ে মুক্তির স্বাদ পান এককালের কুখ্যাত খুনে চার্লস শোভরাজ। তাঁর বিরুদ্ধে ২০টিরও বেশি খুনের মামলা রয়েছে বলেই খবর। নেপালের সুপ্রিম কোর্ট(Supreme Court of Nepal) তাঁর জেলমুক্তির নির্দেশ দেয়। প্রায় দু'দশক পর মুক্ত হয়ে কেমন লাগছে জানতে চাইলে এমনটাই জানান চার্লস শোভরাজ(Charles Sobhraj)।
আরও পড়ুন- Covid New Strain : কোভিড নিয়ে ফের আতঙ্কে ? ভয়ে নয়, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের
তবে চার্লস শোভরাজকে মুক্তি দিলেও তাঁর অপরাধের ভয়ঙ্কর ইতিহাসকে মাথায় রেখেছে নেপাল সরকার। ফলে নেপালে(Charles Sobhraj in Nepal) সে যাতে আবার খুন বা অন্য কোনও অপরাধে যুক্ত হতে না পারে, তার জন্য চার্লসকে ১০ বছরের নির্বাসন দেওয়া হয়েছে। জেলমুক্তির পরই 'বিকিনি কিলার'-কে(Bikini Killer Sobhraj) ফ্রান্সের বিমানে তুলে দেওয়া হয়।