২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হল নেপালের একটি বিমান। বিমানটিতে চার জন ভারতীয়। রবিবার সকালে পোখরা থেকে উড়ানের পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিমানটির।
আজ সকালে নেপালের পোখারা থেকে Tara Air's 9 NAET বিমানটি ২২ জন যাত্রী নিয়ে জোমসোমের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝপথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে চার জন ভারতীয় ছাড়াও ৩ জন জাপানি ছিলেন। বাকিরা নেপালের বাসিন্দা। ওই ভারতীয়রা সম্ভবত নেপালের মুক্তিনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
Cargo plane crash: রানওয়েতে জরুরি অবতরণের সময় পিছলে গিয়ে দু'টুকরো হয়ে গেল বিমান, দেখুন ভিডিয়ো
বিমানটি উড়ানের পর ৯টা ৫৫ মিনিট নাগাদ সেটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নেপালের প্রধান জেলা আধিকারিক নেত্রা প্রসাদ শর্মা জানান, স্থানীয় বাসিন্দারা বিমানটিকে জোমসোমের উপর দিয়ে উড়ে যেতে দেখেন। জোমসোম থেকে সেটি ধুলাগিরি পর্বতের দিকে উড়ে যায়। নেপাল স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ফদিন্দ্র মনি পোখরেল জানান, বিমানটিকে খোঁজার জন্য নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক দুটো হেলিকপ্টারকে তল্লাশির কাজে লাগিয়েছে। এখনও বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি।