নেপালের (Nepal) পোখরায় (Pokhra) ভেঙে পড়া ইয়েতি এয়ারলাইন্সের বিমানের (Nepal Plane Crash) ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। ঘটনার ২৪ ঘন্টা পর সোমবার সকালে ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়।
রবিবারেই এই ঘটনার উচ্চপর্যায় তদন্তের নির্দেশ দিয়েছে নেপাল সরকার। দেশের বিমান পরিবহনমন্ত্রকের তরফে দাবি করা হয়েছিল, ব্ল্যাকবক্স উদ্ধার হলেই এই ঘটনার কারণ জানা যাবে। এই ঘটনায় ৬৮ জন প্রাণ হারিয়েছেন। এদিনও ঘটনাস্থলে চলে উদ্ধারের কাজ।
আরও পড়ুন- নেপালে বিমান দুর্ঘটনার ইতিহাসে অন্যতম ভয়াবহ বিপর্যয়, যা উসকে দিচ্ছে স্মৃতি
রবিবার সকালে ৭২ জনকে নিয়ে পোখরা বিমানবন্দরের (Pokhra Airport) রানওয়েতে ভেঙে পড়ে ইয়েতি এয়ারল্যান্সের একটি বিমান। ওই বিমানে মোট ৭২ জন ছিলেন। যাত্রীদের মধ্যে ছিলেন পাঁচ ভারতীয়। পোখরার দুর্ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ৬৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।