Nepal Plane Crash: নেপালে বিমান দুর্ঘটনার ইতিহাসে অন্যতম ভয়াবহ বিপর্যয়, যা উসকে দিচ্ছে স্মৃতি

Updated : Jan 23, 2023 12:41
|
Editorji News Desk

রবিবারের বিমান দুর্ঘটনাকে (Nepal Plane Crash) ইতিহাসে অন্যতম ভয়াবহ বিপর্যয় বলা হলেও, গত ৩০ বছরে প্রায় ২৭ বার বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে (Nepal)। কখনও ভেঙে পড়েছে, আবার কখনও হারিয়ে গিয়েছে পাহাড়ের বুকে। সেই সব স্মৃতিই ফিরে এল রবিবারের পোখরায় বিমান দুর্ঘটনার পর। 

১৯৯২ সালের জুলাই মাসে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে কাডমান্ডু পাড়ি দিয়েছিল  থাই এয়ারওয়েজ় সংস্থার এয়ারবাস ৩১০। কাঠমান্ডু থেকে ৩৭ কিলোমিটার দূরে পাহাড়ে ধাক্কা খায় বিমানটি। মৃত্যু হয় ১১৩ জনের। 

একই বছর সেপ্টেম্বরে কাঠমান্ডু থেকে ১১ কিলোমিটার দূরে পাহাড়ে ধাক্কা খায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সংস্থার একটি বিমান। মৃত্যু হয় ১৬৭ জনের। 

১৯৯৩ সালের জুলাই মাসে দুর্ঘটনার কবলে পড়ে এভারেস্ট এয়ার সংস্থার একটি ডর্নিয়ার বিমান। পাহাড়ে ধাক্কা লেগে মারা যান বিমানকর্মী-সহ মোট ১৯ জন। 

এর প্রায় ৭ বছর পর ফের দুর্ঘটনা হয় ২০০০ সালে। রয়্যাল নেপাল এয়ারলাইন্স সংস্থার একটি টুইন ওটার বিমান নেপালের ধানঘাধি বিমানবন্দরে পৌঁছনোর আগে দুর্ঘটনা ঘটে। মারা যান ২২ জন। 

আরও পড়ুন- মর্মান্তিক! নেপালে বিমান দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ভিডিও সামনে এল

পরের বছর ২০০১ সালের ১২ নভেম্বর ফের দুর্ঘটনা। মর্মান্তিক বিমান দুর্ঘটনা প্রাণ কাড়ে নেপালের রাজকন্যা প্রেক্ষা শাহের। নেপালের পশ্চিমাংশে রারা হ্রদের কাছে ভেঙে পড়ে কপ্টারটি। প্রাণ হারান ৬ জন ব্যক্তি। 

২০০৬ সালে জুন এবং সেপ্টেম্বর মাসে পর পর দুটি দুর্ঘটনা হয়। প্রাণ হারান ৩০ জন। 

এরপর ২০১১ সালে মাউন্ট এভারেস্ট ঘুরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার মুখোমুখি হন যাত্রীবোঝাই বিমান। মারা যান ১৯ জন। যাঁদের মধ্যে ১০ জন ভারতীয় ছিলেন। 

২০১২ সালে ২১ জন যাত্রীকে নিয়ে অবতরণের সময়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি ডর্নিয়ার বিমান। মোট ১৫ জন মারা যান। যাঁদের মধ্যে ১৩ জন ভারতীয়। 

২০১৫ সালের মে মাসে ভুমিকম্প হয় নেপালে। ত্রাণ পৌঁছতে গিয়ে প্রাণ হারান ৮ জন। তাঁদের মধ্যে ২ জন নেপালী সেনা ছিলেন। 

২০১৬ সালে এয়ার কাষ্ঠামণ্ডপ এয়ারক্রাফ্টের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দু'জন বিমানকর্মী প্রাণ হারান। ৯ জন যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। 

২০১৮ সালের ১২ মার্চ ফের দুর্ঘটনা। পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ৪৯ জনের মৃত্যু হয়। 

২০১৯ সালে খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনায় প্রাণ হারান ৭ জন। তাঁদের মধ্যে ছিলেন নেপালের তৎকালীন পর্যটন মন্ত্রী রবীন্দ্র অধিকারীও। 

২০২২ সালে মে মাসে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে নেপালে। ২২ জন যাত্রী নিয়ে নেপালের মুসতাং জেলার একটি পাহাড়ে ধাক্কা মারে বিমানটি। প্রাণ হারান ৪ জন ভারতীয় সহ ২২ জন যাত্রী। 

NepalNepal Plane Crash

Recommended For You

editorji | বিদেশ

Bangladesh : কলকাতা কি দখল সম্ভব? সামরিক শক্তিতে কতটা এগিয়ে বাংলাদেশ

editorji | বিদেশ

Syria Crisis: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার, ৭৫ ভারতীয়কে দেশে ফেরাল ভারত

editorji | বিদেশ

Bangladesh News : ভারতের চাপে নতিস্বীকার, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ঢাকায় গ্রেফতার ৭০

editorji | বিদেশ

Bangladesh News : চলবে না হাসিনাকে সমর্থন, দিল্লিকে শর্ত দিয়ে বন্ধুত্ব বাংলাদেশের

editorji | বিদেশ

Bangladesh Crisis : বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, ঢাকার বৈঠকে দাবি ভারতের, BNP নেতাকে জবাব মমতার