খারাপ আবহাওয়ার কারণে নয়। বিমানে (Nepal Plane Crash) যান্ত্রিক গোলযোগ ছিল। আর সেই কারণেই দুর্ঘটনার মুখোমুখি হয় ওই যাত্রীবোঝাই বিমানটি। এমনটাই দাবি করল, নেপালের (Nepal) বিমান পরিবহণ মন্ত্রক। দুর্ঘটনার পরে প্রাথমিক অনুমান করা হচ্ছিল, খারাব আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা।
তদন্তে উঠে এসেছে, রানওয়েতে নামার আগেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। আর আকাশও পরিষ্কার ছিল। ফলে খারাপ আবহাওয়া নয়। যান্ত্রিক গোলযোগের কারণেই দুর্ঘটনা বলে দাবি করছে মন্ত্রক। যদিও বিমানের ব্ল্যাকবক্সের তথ্য থেকে দুর্ঘটনার বিষয়টি আরও স্পষ্ট হবে।
আরও পড়ুন- ৭২ জনের মধ্যে ৬৮ জনেরই মৃত্যু, বিমানে থাকা পাঁচ ভারতীয়ের নাম প্রকাশ্যে
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বিকাশ বুস্যাল নামে এক ব্যক্তি। তাঁর কথায়, আচমকাই পোখরা বিমানবন্দরের দিকে চোখ পরে তাঁর। দেখেন, বিমানটি সামনের দিকে ঝুঁকে গিয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যে বিকট শব্দ হয়। খালি পায়েই দৌড়ে যান বিকাশ। উদ্ধার করেন প্রায় ১৪-১৫ জনের ঝলসে যাওয়া দেহ। তখনও বেঁচে ছিলেন কয়েকজন। তারপরেই পুলিশ, সেনা চলে আসে। উদ্ধারকাজ চালানো হয়।