ভয়ঙ্কর ভূমিকম্পে (Turkey Earthquake) যখন তুরস্ক প্রায় মৃত্যুপুরী, ধ্বংসস্তূপের নীচে যখন হাজার হাজার প্রাণের সমাধি, তখন সেই সমাধিতেই নতুন প্রাণের সঞ্চার হল । তুরস্কের ভূমিকম্পে (Earthquake) ধসে যাওয়া এক আবাসনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হল এক সদ্যোজাতকে । জানা গিয়েছে, ভূমিকম্পের সময়ই তার জন্ম হয়েছে । তার মা-বাবা কেউই বেঁচে নেই । শিশুটিকে উদ্ধারের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
ভিডিওতে দেখা যাচ্ছে, তুরস্কের আলেপ্পোর এক ধ্বংসস্তুপ থেকে একটি সদ্যোজাত শিশুকে তুলে আনছেন উদ্ধারকারীরা । সংবাদমাধ্যম সূত্রে খবর, এখন শিশুটি সুস্থ আছে । বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক মহিলা কর্মী কোলে শিশুটির ছবিও ভাইরাল হয়েছে ।
আরও পড়ুন, Turkey Syria Crisis: মাকে খোঁজে সাবিয়া, ওমরকে খোঁজে বাবা-মা, তুরস্ক থেকে সিরিয়া উদ্ধারের দুই মুখ
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে পঞ্চম বার কেঁপে ওঠে তুরস্ক । সব মিলিয়ে তুরস্ক এবং সিরিয়ায় মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে । আহত বহু । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর ।