ফের চিন্তা বাড়াচ্ছে কোভিড। নতুন এক স্ট্রেনের খোঁজ মিলেছে। দ্রুত সংক্রমণ বৃদ্ধিকারী ওমিক্রনেরই নতুন ভ্যারিয়েন্ট সেটি। নতুন ভাইরাসের নাম দেওয়া হয়েছে এরিস। ইতিমধ্যে জুলাইয়ের প্রথম সপ্তাহেই ওই স্ট্রেনের খোঁজ মিলেছে ব্রিটেনে।
ভারত সহ বিশ্বের প্রায় সব দেশেই নিয়ন্ত্রণে এসেছিল কোভিড। কিন্তু ব্রিটেনে ফের কোভিড সংক্রমণ হওয়ায় চিন্তা বাড়ছে। ব্রিটেনের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার দেওয়া রিপোর্টে জানানো হয়েছে, নতুন এই ভাইরাসের প্রকোপে ১৪.৬ শতাংশ বেড়েছে কোভিড আক্রমণ।
যদিও এখনই যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এমনই বলছেন না বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, সংক্রমণ বেড়েছে ঠিকই কিন্তু চিন্তা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে সকলকে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Read More- রাজ্যে ফের কোভিড আতঙ্ক ! পূর্ব বর্ধমানে মৃত্যু দুই আক্রান্তের
শ্বাসকষ্ট বা কাশি হলে অতি দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করারও কথা বলেছেন চিকিৎসকরা।