বিগত দীর্ঘ আড়াই বছর অতিমারীর সঙ্গে ঘর করেছে গোটা বিশ্ব। অতিমারীর প্রকোপ খানিকটা কমতেই ফের নতুন অতিমারীর আশঙ্কা! সতর্ক করলেন বিজ্ঞানীরা। হিমবাহ গলেই আগামী অতিমারীর জন্ম হবে, ভবিষ্যদ্বাণী গবেষকদের।
গবেষণা বলছে, মূলত জলবায়ুর বদলই ডেকে আনছে পরবর্তী অতিমারী। এবং যত তাড়াতাড়ি ভাবা হয়েছিল, তার চেয়েও দ্রুত গতিতে এগিয়ে আসছে তা। বিশ্বজুড়ে তাপনাত্রার সার্বিক বৃদ্ধি, হিমবাহে জমে বরফ হয়ে থাকা ব্যাক্টেরিয়া ভাইরাসকে ছড়িয়ে পড়তে সাহায্য করছে, ফলে সবচেয়ে আগে সংক্রমণ ছড়াবে প্রাণীজগতে।
Madan Mitra: 'হামি ২'-এর জন্য মদন মিত্রর স্পেশাল শুভেচ্ছা, দাদু-নাতি মিলে জমাটি নাচ
লেক হ্যাজেনের কিছু অংশে হিমবাহের বরফ ইতিমধ্যে গলতে শুরু করেছে, সেই অঞ্চলের মাটি পরীক্ষা করেই এমন অনুমান করছেন কানাদার অটোয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
'প্রসিডিং অফ দ্য রয়্যাল সোসাইটি বি'-জার্নালে প্রকাশিত গবেষণার দাবি, হিমবাহ-র নিকটবর্তী অঞ্চলেই অতিমারীর সংক্রমণ সবচেয়ে আগে হওয়ার সম্ভাবনা। তাপমাত্রা বাড়ার ফলে বরফ ক্রমশ গলায় বরফের মধ্যে জমে থাকা ভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে সংক্রমণের হারও বাড়িয়ে দেয়, ঠিক এমনটাই হয়েছিল কোভিড ১৯ সংক্রমণের শুরুতে।