'মোদী জি থালি', নিউ জার্সির রেস্তোরাঁয় নতুন সংযোজন। মেনুতে আস্ত একটা থালি রাখা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরকে মাথায় রেখে।
নিউ জার্সি শহরের এই রেস্তোরাঁটির মালিক শেফ শ্রীপদ কুলকার্নি ‘মোদীজি থালি’র উদ্যোক্তা।
কী কী পদ থাকছে মোদী জি থালিতে? থাকছে খিচুড়ি, কাশ্মীরি আলুর দম, উত্তর ভারতের বিখ্যাত ‘সরসোঁ কা সাগ’, ইডলি, গুজরাতের বিশেষ খাবার ‘ধোকলা’, দইয়ের ঘোল, শেষ পাতে রসোগোল্লা-পাঁপড়। এক থালিতেই ধরা হয়েছে একটুকরো ভারত।
চলতি মাসেই আমেরিকা যাওয়ার কথা মোদীর। আগামী ২২ জুন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন তিনি।