সারা দুনিয়া তাঁকে চিনত মার্শাল আর্টের রাজা হিসেবে। সেই ব্রুস লি-র নাকি মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত জল পান। মৃত্যুর পাঁচ দশক পর প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য।
তিনি ছিলেন লেজেন্ড। জীবন্ত এক বিস্ময়! অথচ সে মানুষটার জীবন থেমেছিল মাত্র ৩২ বছর বয়সে। চিকিৎসকেরা সে সময় জানিয়েছিলেন, অতিরিক্ত পেইন কিলার খেয়েই মৃত্যু হয়েছে ব্রুস লি-র। সাম্প্রতিক গবেষণা কিন্তু সেরকমটা বলছে না।
গবেষকরা বলছেন মাত্রাতিরিক্ত জল পানেই মৃত্যু হয় এই তারকার। কিডনির বিশেষ সমস্যা ছিল ব্রুস লি-র। যে কারণে শরীর থেকে অতিরিক্ত জল নিষ্কাশিত হয়নি। তাতেই ভারসাম্য বিঘ্নিত হয়। ঘন ঘন জল পানের অভ্য়াসের কথা উল্লেখ রয়েছে ব্রুশ লি-র আত্মজীবনীতেও। এর আগে, ব্রুশ লি-র স্ত্রী লিন্ডা লি ক্যাডওয়েলও জানিয়েছিলেন যে, মূলত গাজর এবং আপেলের জুস খেয়েই থাকতেন তাঁর স্বামী।