বিয়ের সময় এমন অনেক অভাবনীয় ঘটনাই ঘটে, যা শুনলে চোখ কপালে উঠে যেতে বাধ্য! কিন্তু, কখনও শুনেছেন, লিফটে আটকে পড়ার দরুণ রিসেপশনেই আসতে পারলেন না খোদ নবদম্পতি? এমন ঘটনাই ঘটেছে আমেরিকায়। ভিক্টোরিয়া ও পনভ ঝা নামের ওই দম্পতি হোটেলের ১৬ তলায় নিজেদের রিসেপশনে উপস্থিত থাকার জন্য লিফটে চড়েন। সেই লিফট গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের মাঝে আটকে যায়। কোনওভাবেই সেই লিফটের যান্ত্রিক গোলযোগ ঠিক করা না গেলে শেষমেশ দমকল ডেকে দড়ি দিয়ে নামাতে হয় নবদম্পতিকে।
জানা গিয়েছে, লিফটে বর এবং কনে ছাড়াও ছিলেন কনের বোনও। প্রত্যেককেই দড়ির সাহায্যে উদ্ধার করা হয়।
শার্লট ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি ছবি শেয়ার করে এই অভাবনীয় উদ্ধারকার্য সম্পন্ন করার খবর দেওয়া হয়। যার ক্যাপশন দেওয়া হয়েছে- 'ওয়েডিং নাইট রেসকিউ' বা 'বিয়ের রাতের উদ্ধারকার্য'।