‘স্ত্রীকে হত্যা করলে কি ভগবান পাপ দেয়’? স্ত্রী'কে খুনের পর গুগল সার্চ ২৮ বছরের যুবকের। দিল্লির শ্রদ্ধা ওয়ালকার কাণ্ডের ছায়া এবার ব্রিটেনে। স্ত্রী'কে কুপিয়ে খুনের পর দেহ প্রায় ২০০টির বেশি টুকরো করে ফ্রিজে রেখেছিলেন অভিযুক্ত নিকোলাস মেটসন। পুলিশ সূত্রে খবর, এরপর এক বন্ধুর সাহায্য নিয়ে দেহ নদীতে ফেলেছিলেন, সেখান থেকেই দেহাংশ উদ্ধার করে পুলিশ। এখনও পর্যন্ত দেহের ২২৪টি টুকরো উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি পুলিশ সূত্রে।
Mamata Banerjee: 'নির্বাচন কমিশন তোমায় স্যালুট', হঠাৎ কেন এমন বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী?
মৃতার পরিবারের দাবি, ১৬ মাস আগে ওই যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল। নানা ভাবে স্ত্রীকে অত্যাচার করতেন নিকোলাস। এর আগে, তরুণীর পোষ্য কুকুর এবং হ্যামস্টারগুলিকেও পাশবিকভাবে নিকোলাস খুন করেছিল বলে জানতে পেরেছে পুলিশ। শুক্রবার ব্রিটেনের আদালতে স্ত্রীকে খুনের কথা তিনি স্বীকার করে নিয়েছেন নিকোলাস।