২০২৩ সালে রসায়নে নোবেল ঘোষণা করল রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন আমেরিকার মৌঙ্গি জি বাওয়েন্ডি, লুইস এস ব্রুস এবং অ্যালেক্সি আই একিমভ। কোয়ান্টাম ডট আবিষ্কার এবং সংশ্লেষণের জন্য তাঁদের সম্মানীয় পুরস্কারে ঘোষণা করা হয়েছে।
Purulia News: টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা একটি বাড়ি, আটকে রয়েছে ৮টি পরিবার
তিন বিজ্ঞানীর এই আবিষ্কার ইলেকট্রনিক্স, ন্যানোটেক ক্ষেত্র এবং স্বাস্থ্য গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে ২ অক্টোবর সোমবার থেকে। বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এ ছাড়া নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে শুক্রবার এবং অর্থনীতির ক্ষেত্রে এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে ৯ অক্টোবর।