বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিতে পারেন নোবেল জয়ী মহম্মদ ইউনুস। বাংলাদেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো এমনটাই দাবি করেছে। বৃহস্পতিবার দুপুরে প্যারিস থেকে ঢাকা ফিরবেন তিনি। তার আগে দেশের যুব ও ছাত্র সমাজের কাছে ইউনুসের অনুরোধ, শান্ত থাকতে হবে। কারণ, একটা ভুলে জয় হাতছাড়া হতে পারে বলে মনে করছেন শান্তির জন্য নোবেলজয়ী।
বাংলাদেশের প্রথম সারির দৈনিক প্রথম আলোর খবর, বুধবার প্যারিস থেকে এক বার্তায় ইউনুস জানিয়েছেন, তিনি সাহসী ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন, যাঁরা বাংলাদেশকে দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন। এবং অভিনন্দন জানিয়েছেন দেশের আপামর জনসাধারণকে, যাঁরা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যাতেই বাংলাদেশে নতুন সরকার তৈরির রূপরেখা তৈরি করা হয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন ছাত্র নেতারা। ওই বৈঠকে হাজির ছিলেন বাংলাদেশ সেনার তিন প্রধানও। ডাকা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকদেরও। বৈঠকেই সর্বসম্মতিতে ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে নোবলজয়ী জানিয়েছেন, কোনও প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। তাই, তিনি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছেন।