২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। তাঁরা হলেন, ফেরেঙ্ক ক্রাউজ, পিয়েরে অ্য়াগোস্টিনি এবং অ্যান্নেল হইল্লার। মঙ্গলবার রয়্যাল সুইডিশ অ্য়াকাডেমি তাঁদের নাম ঘোষণা করেছে।
মূলত পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা গবেষণার জন্য আলোর স্পন্দন তৈরি করেছেন তাঁরা। তাঁদের এই আবিষ্কারের জন্যই পুরষ্কৃত করা হয়েছে।
এর আগে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন দুই বিজ্ঞানী। তাঁদের নাম আগেই ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন কাটালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যান। তাঁরা টিকা তৈরির উপর mRNA- প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা করেছেন।
এছাড়াও রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতে নোবেল পুরষ্কার প্রাপকদের নাম ঘোষণা বাকি রয়েছে।