ভারতের নির্বাচনেও কলকাঠি নাড়তে চলেছে চিন। AI ব্যবহার করে প্রভাব খাটাতে পারে তাঁরা। এমনই দাবি মাইক্রোসফটের এক রিপোর্টে। মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার দাবি, ভারত, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করছে চিন।
মাইক্রোসফটের দাবি, সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করতে চাইছে জিনপিংয়ের দেশ। গুরুত্বপূর্ণ এই নির্বাচনগুলিতে প্রভাব খাটানোর জন্য AI-কে হাতিয়ার করেছে প্রতিবেশী দেশ। যদিও মাইক্রোসফট তাঁদের রিপোর্টে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে ভারত বা আমেরিকার ভোট প্রভাবিত করা কঠিন। কিন্তু চিন চেষ্টা চালাবে বলে মনে করা হচ্ছে।
মাইক্রোসফটের রিপোর্টে দাবি, সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে এভাবেই প্রভাব খাটাতে চেয়েছিল বেজিং। এবার ভারতের নির্বাচনে উন্নততর প্রযুক্তির ব্যবহার করতে চাইছে চিন।