ইউক্রেনে যুদ্ধের (Ukraine war) আঁচ থেকে মুক্ত নয় সারোগেসিতে জন্মানো সদ্যজাতরাও। নাওয়া-খাওয়া ভুলে কিয়েভে এই সদ্যজাতদের দেখভালের দায়িত্ব পালন করে চলেছেন নার্সরা।
স্কাই নিউজ সূত্রে জানা গিয়েছে, কিয়েভের একটি হাসপাতালের কয়েকজন নার্স রুশবাহিনীর (Russian forces) হাত থেকে রক্ষা করার জন্য ২০ জন শিশুকে নিয়ে ওই হাসপাতালেরই বেসমেন্টে একটি যুদ্ধরোধী আশ্রয় তৈরি করে রয়েছেন।
আরও পড়ুন: হরভজন সিংকে রাজ্যসভায় পাঠাবে আম আদমি পার্টি? জল্পনা পাঞ্জাবে
জানা গিয়েছে, ওই শিশুদের অভিভাবকদের মধ্যে অধিকাংশই থাকেন বাইরের দেশে। ইউক্রেনের (Ukraine crisis) আকাশে অসামরিক বিমান চলাচল স্থগিত হয়ে যাওয়ার পর তাঁরাও ওই দেশে আসতে পারছেন না।
তবে, তার জন্য নিজেদের দায়িত্বপালনে কোনও ত্রুটি রাখছেন না ওই নার্সরা। নামপ্রকাশে অনিচ্ছুক এক নার্স জানান, "আপনাদের বুঝতে হবে, এটা একটা যুদ্ধ। সবাই এখন আসতে পারবেন না। বিমানবন্দর বন্ধ। অভিভাবকরা যাঁরা এখন অন্য শহর বা অন্য দেশে রয়েছেন, তাঁরাও তাই তাঁদের সন্তানদের কোলে নিতে পারছেন না। এমন সময়ে আমাদেরই দায়িত্ব নিতে হবে"।