হাসপাতাল আগেই মৃত ঘোষণা করেছে । প্রায় ৫ ঘণ্টা কফিনবন্দী রয়েছে বৃদ্ধার দেহ । শেষকৃত্যের প্রক্রিয়া চলছে । হঠাৎ কফিনটা নড়ে উঠল । সেইসঙ্গে ঠকঠক আওয়াজ । আঁতকে উঠলেন পরিবারের লোকজন । ঢাকা খুলতেই চোখ খুললেন মৃত বৃদ্ধা । ঘন ঘন শ্বাস পড়ছে । সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধাকে । পরিবার সূত্রে খবর, অনেকটা ভাল আছেন বৃদ্ধা । ঘটনাটি ঘটেছে আমেরিকার ইকুয়েডরে ।
৯ জুন বয়সজনিত কারণে হাসপাতালে ভর্তি ৭৬ বছরের ওই বৃদ্ধা । কিন্তু, চিকিৎসকরা তাঁকে সুস্থ করে তুলতে পারেননি । হাসপাতাল সূত্রে জানানো হয়, স্ট্রোকে মৃত্যু হয়েছে বৃদ্ধার । ডেথ সার্টিফিকেটও দেওয়া হয় পরিবারকে । এরপর নিয়ম মেনে সেই বৃদ্ধার বাড়ির লোকেরা তাঁর দেহ কফিনে ভরে শেষকৃত্যর জন্য নিয়ে যান । কিন্তু সবাইকে অবাক করে বেঁচে ওঠেন মৃত বৃদ্ধা ।
ঘটনার ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছে ইকুয়েডর প্রশাসন । কীভাবে একজন জীবিতকে মৃত ঘোষণা করা হল, সেই নিয়ে প্রশ্ন উঠছে । ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে ।