কোভিড ১৯ নিয়ে ভয়াবহ আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার WHO-এর তরফে জানানো হয়েছে ডেল্টা (Delta) ও ওমিক্রনের(Omicron) জোড়া ফণায় রেকর্ড সংখ্যক সংক্রমণ হতে পারে। হাসপাতালে ভর্তির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে হু হু করে। কোভিড-১৯ (Covid 19) ভাইরাসের ওমিক্রন ও ডেল্টা প্রজাতির সংক্রমণ আছড়ে পড়তে পারে সুনামির মতো। গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে। সতর্ক করল WHO।
গত সপ্তাহে নতুন করে গোটা বিশ্বে সংক্রমণ বেড়েছে প্রায় ১১ শতাংশ। আমেরিকা ও ফ্রান্সে বুধবার রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে বলে খবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Tedros Adhanom Ghebreyesus সাংবাদিক সম্মেলনে আশঙ্কার কথা ব্যক্ত করে জানিয়েছেন, ওমিক্রনের পাশাপাশি ডেল্টা সুনামির মতো সংক্রমণের সংখ্যা বাড়িয়ে দিতে পারে। তার ফলে স্বাস্থ্য কর্মীদের উপর চাপ বাড়বে। স্বাস্থ্য় ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কাও করেছেন তিনি।