গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, জাপানের নারা শহরে নির্বাচনী ভাষণ দেওয়ার সময়ই গুলিবিদ্ধ হন তিনি। তারপরই তিনি হৃদরোগে আক্রান্ত (Heart Failure) হন বলে খবর। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর পিছন দিক থেকে শটগান দিয়ে গুলি ছোঁড়া হয়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে সম্পূর্ণ ঘটনাটি। ভিডিওতে দেখা গিয়েছে, কিছু লোকজন রাস্তায় দাঁড়িয়ে আছেন। এরপরই ধোঁয়ায় ভরে যায় চারদিক। ততক্ষণে প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে রাস্তায় লুটিয়ে পড়েন।
আরও পড়ুন: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের শারীরিক অবস্থার অবনতি
ঘটনাস্থলের ছবিতেও দেখা গিয়েছে, শিনজো আবে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। রক্তে ভিজে গিয়েছে জামা। পুলিশ দ্রুত আততায়ীকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, আততায়ীর নাম টেটসুয়া ইয়ামাগামি। প্রাক্তন প্রধানমন্ত্রীকে নারা মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে গুলি, তা এখনও জানতে পারেনি পুলিশ। সংসদ নির্বাচনের ভাষণ চলাকালীন হামলা হয় তাঁর ওপর। আগামী ১০ জুলাই জাপানে সংসদের উচ্চকক্ষের নির্বাচন।