আমেরিকার আইওয়ার হাইস্কুলে চলল গুলি । শীতের ছুটির পর সদ্য খুলেছে স্কুল । আর প্রথম দিনই ঘটে গেল বড় ট্র্যাজেডি । জানা গিয়েছে, ১৭ বছরের এক পড়ুয়ার গুলিতে এক ছাত্রের মৃত্যু হয়েছে । মৃত ছাত্র ষষ্ঠ গ্রেডের পড়ুয়া । গুরুতর জখম হয়েছেন ৫ জন । আহতদের মধ্যে একজন স্কুলের প্রিন্সিপাল বলে জানা গিয়েছে । এই ঘটনায় হামলাকারীরও মৃত্যু হয়েছে । হামলার পর তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করা হচ্ছে । আইওয়ার পেরি হাইস্কুলে ঘটনাটি ঘটেছে ।
আইওয়া ডিভিশন অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন আধিকারিক জানিয়েছেন, হামলকারী, পেরি হাইস্কুলের ছাত্র । নাম ডিলান বাটলার । গুলি করার পর সে নিজেকেও গুলি করেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের । কর্তৃপক্ষ জানিয়েছে আহত পাঁচজনের মধ্যে একজন স্কুলের প্রশাসক ছিলেন । পরে জানা যায়, তিনি পূর্ব আইওয়া স্কুল জেলার পেরি হাই স্কুলের প্রিন্সিপাল ড্যান মারবার্গার ।
তবে, হামলার উদ্দেশ্য কী ছিল, তা এখনও জানা যায়নি । বাটলারের দুই বন্ধু সে দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছে, বাটলার খুব শান্ত ছিল । সে বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হয়েছিল । হামলার সময় বাটলার সামাজিক মাধ্যমে কয়েকটি পোস্ট করেছিল। কিন্তু, হামলার কারণ স্পষ্ট হয়নি, তদন্ত চলছে ।