কতটা পথ হেঁটে গেলে 'প্রেমিক' হওয়া যায়? এর নির্দিষ্ট কোনও উত্তর নেই। তবে, চিনের ৩১ বছর বয়সী এক সদ্য বিবাহিত ব্যক্তি দাবি করেছেন, প্রতিদিন তিনি ৩২০ কিলোমিটার পথ যাতায়াত করেন। এই কাজটি তিনি করেন, কেবলমাত্র প্রেমের খাতিরেই! ভদ্রলোকের নাম- লিন শু। সাউথ চায়না মর্নিং পোস্টের সূত্র অনুযায়ী, ভদ্রলোকের বাড়ি পূর্ব চিনের শ্যানডং রাজ্যের ওয়েফাং শহরে। ভদ্রলোক প্রতিদিন ভোর পাঁচটার সময়ে ঘুম থেকে ওঠেন। পাঁচটা কুড়ি মিনিটে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। ইলেকট্রিক বাইক চালিয়ে আধঘণ্টা পর পৌছে যান স্টেশনে সকাল ছ'টা পনেরো মিনিটের ট্রেন ধরার জন্য। সকাল সাতটা ছেচল্লিশ মিনিটে নামেন কিংডাওতে। তারপর পনেরো মিনিট সাবওয়ে দিয়ে হেঁটে অফিসে পৌছে যান সকাল আটটায়। তারপর অফিস ক্যান্টিন থেকে ব্রেকফাস্ট করে সকাল ন'টা থেকে কাজ শুরু করেন!
কাজের পর ফের একইরকমভাবে তিন-ঘণ্টা জার্নি করে বাড়ি যান তিনি। যা অফিস থেকে ১৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। কিন্তু, এমনটা তাঁকে করতে হয় কেন?
তার কারণ হিসেবেই তিনি বলেছেন প্রেমের কথা। সাত বছরের প্রেমের পর বিয়ে করেছেন তাঁরা দুজন। স্ত্রী-এর সঙ্গে থাকতে চান তিনি। আবার চাকরির দায়ও বড় দায়। আবার, তাঁর অফিসের এলাকার কাছাকাছি যে ফ্ল্যাট নেবেন, তার উপায়ও নেই আপাত। কারণ, সেখানে ফ্ল্যাটের দাম বিপুল। তাই তিনি স্থির করেন, দরকারে রোজ ৩২০ কিলোমিটারের বেশি যাতায়াত করে হলেও স্ত্রী-এর সঙ্গেই থাকবেন। যত কষ্টই হোক না কেন! শুধু ভালবাসার জন্য লিন শু-এর এই আত্মত্যাগের কাহিনি মন জিতে নিয়েছে বহু মানুষেরই।