গর্ভাবস্থা সংক্রান্ত সমস্যায় বা প্রসব জটিলতায় প্রতি ২ মিনিটে বিশ্বে একজন মহিলার মৃত্যু হয়, উদ্বেগজনক এই পরিসংখ্যান প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। গত ২০ বছরে গর্ভবতী মেয়েদের মৃত্যুর হার (Pregnant Women Death Rate) এক-তৃতীয়াংশ কমেছে।
বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং রাষ্ট্রসংঘের এই পরিসংখ্যান। সেখানে জানানো হয়েছে, ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত গর্ভবতী মহিলাদের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
4 day Week Trial: সপ্তাহে ৪ দিন কাজ, ৩ দিন ছুটি! ট্রায়ালের পর কী সিদ্ধান্ত নিল ব্রিটিশ সংস্থাগুলো?
রাষ্ট্রসংঘের রিপোর্টে বলছে, গত দু'দশকে সার্বিকভাবে প্রসব জটিলতায় মহিলাদের মৃত্যুর হার ৩৪.৩ শতাংশ কমেছে। প্রতি ১ লক্ষে ৩৩৯ জন গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছে ২০০০ সালে। ২০২০ সালে সংখ্যাটা কমে ২২৩-এ নেমেছে, মৃত্যুর হার অপেক্ষাকৃত কমলেও পরিসংখ্যান নিয়ে উদ্বেগ থাকছেই।
গর্ভবতীর মৃত্যুর হার সবচেয়ে কমেছে বেলেরুশে। ২০ বছরে দেশটিতে মাতৃ মৃত্যুহার কমেছে ৯৫.৫ শতাংশ। অন্যদিকে গর্ভবতীর মৃত্যুর সংখ্যায় শীর্ষে ভেনেজুয়েলা।