২৪ ফেব্রুয়ারি, ২০২২। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) এক বছর । দ্বিতীয় বিশ্বযুদ্ধের (World War 2) পর ইউরোপে প্রথম কোনও বড় যুদ্ধ। এক বছরে পরিস্থিতি তেমন কিছুই বদলায়নি। এখনও ইউক্রেনের আকাশে রাশিয়ার বোমারু বিমানের আনাগোনা লেগেই আছে। রুশ সেনাদের হানাও চলছে। দেশের অধিকাংশ নাগরিক এখনও ঘরছাড়া। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন।
এখনও কতদিন ধরে যুদ্ধ চলবে, কোনও সঠিক ইঙ্গিত পাওয়া যায়নি। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাতে কি পরিস্থিতি বদলায়নি। বরং আরও উদ্বেগ বাড়িয়ে আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বাতিল করেছেন ভ্লাদিমির পুতিন। আমেরিকার নিউ স্টার্ট চুক্তিতে রাশিয়ার নেতিবাচক অবস্থান পরমাণু যুদ্ধের সম্ভাবনা আরও উসকে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: রুশদি 'জীবন্মৃত', হামলাকারীকে পুরস্কার দেবে ইরান!
গত একবছরে বিভিন্ন রাষ্ট্রের কাছে আবেদন করে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি। মৌখিক আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। কোনও দেশের ধমকিকেই তোয়াক্কা করেনি রাশিয়া। সামরিক বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না। যুদ্ধের বর্ষপূর্তির আগে পরমাণু অস্ত্র বাড়ানোর কথাও ঘোষণা করেছে রাশিয়া।