ইজরায়েলের উপর হামলা চালিয়েছে প্যালেস্টাইন। পালটা যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েলও। তারই মধ্যে ইজরায়েল ডিফেন্স ফোর্সের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত ৪০০-এর বেশি বন্দুকবাজ নিহত হয়েছে।
রবিবার এবিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেন ইজরায়েল ডিফেন্স ফোর্সের শীর্ষ মুখপাত্র ড্যানিয়েল হাগারি। তিনি জানিয়েছেন, এখনও যুদ্ধ জারি রয়েছে তার সঙ্গে তল্লাশি অভিযানও চলছে। বিভিন্ন শহরে ইজরায়েল ডিফেন্স ফোর্সের জওয়ানদের মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
চলতি বছরের শুরু থেকে হামাস এবং প্যালেস্টাইনের একটি গোষ্ঠীর সঙ্গে বিভিন্ন সময়ে সংঘর্ষ হয়েছে ইজরায়েলের সেনার। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে প্রত্যাঘাত শুরু করে হামাস। প্রায় ২০ মিনিটের মধ্যে ইজরায়েলের একাধিক জায়গা লক্ষ করে ৫০০০ রকেট ছোড়া হয়। সেখানে কয়েকজন নিহত হন।
Read More- হামাসের হামলায় বিপত্তি, ইজরায়েলে উদ্ধার বলিউড অভিনেত্রী, ফিরছেন ভারতে
এরপর শনিবার দুপুরে ইজরায়েল সরকারের তরফে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করা হয়। হামাসের একাধিক ঠিকানায় হামলা পালটা হামলা চালায় ইজরায়েল। বিমান হামলাও চালানো হয়েছে বলে খবর।