করোনার দাপট কিছুটা কমলেও, এখনও পর্যন্ত হওয়া যাচ্ছে না চিন্তামুক্ত। এই আবহেই অক্সফোর্ড এবং ব্রিটেনের ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রোজেনেকার যৌথ প্রয়াসে বানানো হচ্ছিল নাকে স্প্রে করা টিকা বা Nasal Spray Vaccine। কিন্তু এই স্প্রের প্রথমবার মানবদেহে ট্রায়াল (Human Trial) ব্যর্থ হয়েছে।
ইবায়োমেডিসিন জার্নালে প্রকাশিত একটি রিপোর্ট মারফত জানা যাচ্ছে, এই ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের পরে করোনা রুখতে প্রত্যাশিত কোনও সাফল্য মেলেনি। অর্থাৎ এক কোথায় বললে, ডাহা ফেল অক্সফোর্ডের প্রয়াস। মানবদেহে এই টিকা কোনও কাজই করেনি। এদিকে সম্প্রতি ভারত বায়োটেকের তৈরী নাজাল স্প্রে-র অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ড্র্যাগ কন্ট্রোল।
নাজাল ভ্যাকসিন কীভাবে কাজ করে?
বিজ্ঞানীদের দাবি, নাকে টিকা স্প্রে করলে তা গলা দিয়ে নেমে সরাসরি পৌঁছবে ফুসফুসে। এর জেরে করোনা ফুসফুস অবধি পৌঁছতেই পারবে না, ভ্যাকসিন স্প্রে করলে সুরক্ষিত থাকবে নাক, গলা থেকে ফুসফুস অবধি পুরো পথটিই। কিন্তু অক্সফোর্ডের তৈরী নাজাল স্প্রে এই কাজে সম্পূর্ণ ব্যর্থ। বরং স্প্রে ব্যবহারে মানুষের শরীরে দেখা দিচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। ইতিমধ্যেই ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করে দিয়েছে অক্সফোর্ড।