উদ্বোধনের পরদিনই পদ্মা সেতুতে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। রবিবার রাত সাড়ে ১০টায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম দুই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, পদ্মা সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম মহম্মদ আলমগীর হোসেন (২২) ও মহম্মদ ফজলু (২১), বাড়ি দোহার থানায় এলাকায়।
মহা ধুমধাম করে শনিবারই উদ্বোধন করা হয় পদ্মা সেতুর। তার ২৪ ঘণ্টার মধ্যে সেতুতে বাইক দুর্ঘটনা বড়সড় প্রশ্ন তুলে দিল বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পরেই পদ্মা সেতুতে অনির্দিষ্ট কালের জন্য বাইক চলাচল নিষিদ্ধ করেছে সরকার।