সেদিন ছিল ‘ফাদার্স ডে’, বাবার মন রাখতেই অনিচ্ছা নিয়েই ডুবোজাহাজ টাইটানে চড়ে টাইটানিক দর্শনে গিয়েছিলেন ১৯ বছরের পাক তরুণ সুলেমন দাউদ। ফাদার্স ডে’তে বাবা ছেলে একসঙ্গেই মিলিয়ে গেল অতল সমুদ্রে। আমেরিকার উপকূলরক্ষা বাহিনী সূত্রে খবর, ২২ ফুটের টাইটান এক্কেবারে দুমড়ে মুচড়ে মোট ৫টি টুকরো হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ডুবোজাহাজটির টুকরোগুলির খোঁজ মিললেও, যানে থাকা পাঁচ অভিযাত্রীর এখনও কোনও খোঁজ মেলেনি।
Food For Cool Brain: মেজাজ বশে রাখতে চান? খাদ্যতালিকায় রাখুন এই পাঁচ খাবার
সুলেমনের বাবা ছিলেন পাকিস্তানের কোটিপতি। সুলেমনের পিসি সংবাদ মাধ্যমকে জানান, যুবক রাজিই ছিলেন না এই অভিযানে যেতে। টাইটানিক নিয়ে প্রভূত কৌতূহল ছিল তাঁর বাবার। বাবার কথা রাখতেই সেদিন ওই অভিযানে গিয়েছিলেন তিনি। বাবার সঙ্গেই মিলিয়ে গেলেন।
উল্লেখ্য, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সমুদ্রের অতল গহ্বর থেকে যে জোরাল শব্দ চিহ্নিত করা গিয়েছিল, সেই সময়েই হয়ত কিছু বিপদ ঘটেছিল ডুবোজাহাজটির সঙ্গে। সমুদ্র বিশেষজ্ঞরা অনুমান করছেন, জলের প্রবল চাপেই ডুবোযানটি দুমড়ে মুচড়ে গিয়েছে। আর সামুদ্রিক প্রাণীদের আক্রমণের কারণেই এখনও অভিযাত্রীদের দেহ পাওয়া যায়নি।