ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে ধুঁকছে পাকিস্তান। পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্ক বৃহস্পতিবার রেপো রেট ৩০০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে দিল। রেপো রেট বাড়ানো হল ২০ শতাংশ। যা গত ২৬ বছরের মধ্যে সর্বোচ্চ। স্বাধীনতার পরের ইতিহাসের সবথেকে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের প্রতিবেশী দেশ। বিদেশি ঋণশোধ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাও প্রবল। মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া। ৩০ শতাংশ মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে। যা, গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ!
এই পরিস্থিতিতে মৃতপ্রায় অর্থনীতিকে বাঁচাতে আইএমএফের মাধ্যমে অন্তত ৭ বিলিয়ন মার্কিন ডলার চাইছে পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন যে পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট শ্রীলঙ্কার রূপ নিচ্ছে। গভীরভাবে ঋণগ্রস্ত আফ্রিকান দেশগুলির মত পাকিস্তানও সম্ভবত চিনের দেওয়া বিশাল ঋণের বোঝায় এই পরিস্থিতিতে পড়েছে।
তবে, পাকিস্তান সরকারকে কিছু সিদ্ধান্ত নিতে হবে এবং তা বাস্তবায়িত করতে হবে। তবেই, আইএমএফের থেকে অর্থসাহায্য পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এখন অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাওয়া পরিস্থিতিতে পাক সরকার কী সিদ্ধান্ত নেয়, তাই দেখার।