প্রেমের জোয়ারে ভেসে গিয়ে মানুষ কী কী না করে! পাকিস্তানের ইসলামাবাদের এক দম্পতি তাতে যেন নতুন রং দিলেন! প্রেমের দিনগুলোয় হোয়াটসঅ্যাপে যে যে প্রেমের কথাবার্তা হতো তাঁদের দুজনের মধ্যে, সেইগুলি দিয়েই হাতে ট্যাটু করালেন তাঁরা। সেই সঙ্গে জিতে নিলেন অগণিত নেটিজেনের হৃদয়! টুইটারে 'দ্য আফান' নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করা হয়। যেখানে দেখা যাচ্ছে, মেসেজের স্ক্রিনশট এবং ওই দম্পতির হাতে লাগানো সেই ট্যাটু!
সেখানে একটি মেসেজে লেখা:- 'আমরা খুব অল্প কয়েকদিন নিজেদের মধ্যে কথা বললেও, আমি তোমাকে নিজের অত্যন্ত কাছের মানুষ বলে মনে করি এবং তোমাকে আলিঙ্গন না করে থাকতে পারছি না'। তার উত্তরে অপর একটি মেসেজে পুরুষটি লেখেন:- 'যেন নিঃশ্বাসের মতো সহজ'।
ট্যাটুতে ঠিক উল্টো! অর্থাৎ, যে কথা পুরুষটি লিখেছেন মেসেজে সেই কথাই ট্যাটু করিয়ে নিজের হাতে লাগিয়েছেন মহিলাটি। আর, ওই মহিলার কথা নিজের হাতে ট্যাটু করিয়েছেন সংশ্লিষ্ট পুরুষটি। যা নিয়ে রীতিমতো আহ্লাদিত নেটিজেনরা।