বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত পাকিস্তান (Pakistan)। দেশের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে। গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হয়েছে দেশের একাধিক রাজ্যে। প্রায় সাড়ে তিন কোটি মানুষ বন্যা বিপর্যস্ত হয়ে আটকে পড়েছেন।
পাকিস্তানের সেনাপ্রধান দেশের মানুষের কাছে আবেদন করেছেন, বন্যা বিপর্যস্ত মানুষের সাহায্যের জন্য যাতে সবাই এগিয়ে আসেন। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও বিশ্ব দরবারে সাহায্যের জন্য আবেদন করেছেন। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। জারদারি গার্ডিয়ানকে জানিয়েছেন, ইতিমধ্যে অর্থনৈতিক সংকটের মধ্যে আছে দেশ। বন্যা পরিস্থিতিতে তা আরও ভেঙে পড়বে।
আরও পড়ুন: করোনা টিকার স্বত্ত্ব লঙ্ঘন করেছে ফাইজার, মামলার হুঁশিয়ারি মডার্নার
সোমবার বন্যা বিপর্যস্তদের জন্য পাকিস্তানে ত্রাণ পাঠিয়েছে তুর্কি ও ইসরায়েল। এখনও পর্যন্ত এই বন্যার কবলে পড়েছেন ৩ কোটি ৩০ লক্ষ মানুষ। গ্রেট ব্রিটেনও পাকিস্তানকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে। মঙ্গলবার দেড় কোটি মানুষকে ত্রাণ পাঠাবে তাঁরা।