মোদীর সঙ্গে টেলিভিশন বিতর্কে অংশ নিতে চান পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)।
দুই দিনের সফরে রাশিয়ায় যাওয়ার আগেই রাশিয়া টুডে'কে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান জানালেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে টেলিভিশন (Television Debate) বিতর্কে অংশ নিতে চান তিনি৷
ইমরান মনে করেন ভারত-পাক সম্পর্কের উন্নতির জন্য দু'জনের মুখোমুখি টেলিভিশনে ডিবেটে অংশ নেওয়া দরকার। এতে ভারতীয় উপমহাদেশের কোটি কোটি মানুষ উপকৃত হবেন৷
সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি৷ তবে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এ বিষয়ে কোনও বিবৃতি মেলেনি এখনও৷ ইমরান সাক্ষাৎকারে বলেছেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে শীতলতার প্রভাব বাণিজ্যেও পড়ছে৷ বাণিজ্যিক দিক থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে৷’
সব দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভালো রাখতে চাওয়ার বিষয়টিতে জোর দেন পাক প্রধানমন্ত্রী৷ সম্প্রতি পাকিস্তান সরকারের বাণিজ্যিক বিভাগের কর্মকর্তা রাজ্জাক দাউদের কণ্ঠেও ছিল একই সুর৷ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে জোর দেওয়ার কথা বলেছিলেন তিনিও৷ তিনি মনে করেন, এর ফলে দুই দেশই উপকৃত হবে৷ ইরান এবং আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক সীমাবদ্ধতার দিকটি নিয়েও কথা বলেছেন ইমরান এই সাক্ষাৎকারে৷