যদি হও সুজন, এক তারিখেই ন'জন! অধিকাংশ পরিবারেই কোনও সদস্যদের জন্মদিন নিয়ে অজস্র পরিকল্পনা থাকে বাকি সদস্যদের। কিন্তু, সেই পরিবারের সব সদস্যের জন্মদিনই যদি একই তারিখে পড়ে, তাহলে? ঠিক এমনটাই ঘটেছে পাকিস্তানের লারকানার একটি পরিবারে। ওই পরিবারের ৯ জন সদস্যের জন্ম একই তারিখে! ১ অগস্ট। এর ফলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম উঠে গিয়েছে পরিবারটির।
আমির আলি ও খুদেজার সাতজন সন্তান। প্রত্যেকের বয়স ১৯ বছর থেকে ৩০ বছরের মধ্যে। এই সন্তানদের মধ্যে দু'জোড়া যমজও রয়েছে। দুই যমজ কন্যা সাসুই এবং সপনা। আর, দুই যমজ পুত্র আম্মার ও আহমার। বাকি তিন সন্তান- সিন্ধু, আমির ও অম্বরের জন্মও একই তারিখে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে জানানো হয়-
"প্রতিটি সন্তানের জন্মই হয়েছে প্রাকৃতিকভাবে। কোনও জটিলতা ছাড়াই। সিজারিয়ান সেকশনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের আগেও জন্ম হয়নি কারও"।