ইউক্রেনে বিরুদ্ধে যুদ্ধ(Russia-Ukraine crisis) ঘোষণার পর রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু পশ্চিমী বড় অর্থনীতির নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা ‘সুইফট’ থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বাদ দিতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ।
এমন পরিস্থিতিতে আশঙ্কা থেকেই টাকা তুলতে রাশিয়ার বিভিন্ন ব্যাংক ও এটিএম (ATM) বুথে গ্রাহকদের লম্বা লাইন দেখা গেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত থেকে গ্রাহকদের ভিড় বাড়তে শুরু করেছে। রোববার সকালেও একই অবস্থা ছিল মস্কো ও অন্য শহরগুলোতে।
২৪ ফেব্রুয়ারি, যুদ্ধের ঘোষণার দিন দুপুরের দিকে আন্তর্জাতিক ব্যাংকগুলোর অনেক শাখায় মার্কিন ডলার শেষ হয়ে যায়।
তবে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক-এর তরফে এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ান ব্যাংকিং সিস্টেম স্থিতিশীল এবং পর্যাপ্ত মূলধন মজুদ রয়েছে। অর্থ তুলতে কোনো ধরনের সমস্যার সম্ভাবনা নেই।