প্রেমের শরীরি ভাষায় ছুৎমার্গ সে দেশে প্রায় নেই বললেই চলে। বলছি নিউ ইয়র্কের কথা। তবু সেখানেও এক বিমান সফরকালে যুগলকে নিয়ে কত আলোচনা। চার ঘণ্টার বিমান সফরে যুগলের মুখ দেখা যায়নি, কারণ তাঁরা একজন আরেকজনের জড়িয়ে ধরেই শুয়ে ছিলেন, এক মুহূর্তের জন্যেও আলাদা হননি।
কখনও তাঁরা দু'জনের হাত নিয়ে হাওয়ায় এঁকে দিচ্ছেন ভালবাসার চিহ্ন, কখনও আবার পায়ে পায়ে চলছে কথা বলা।
সেই সব ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করার পর থেকেই নীতি পুলিশি শুরু হয়ে গিয়েছে। মাটি থেকে ৩০,০০০ ফুট উচ্চতায় জানলার ধারের ভিউ নিয়ে উৎসাহ থাকে অনেকেরই। কিন্তু বিমানের সহযাত্রী যুগলের এমন পিডিএ (পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন)-এই যে গোটা সফরকালের পাকাপাকি ভিউ হয়ে উঠবে, তা অপ্রত্যাশিত ছিল।
ছবিতে কিন্তু দেখা গেছে, অনেকে আবার পুরো ঘটনা নিয়েই উদাসীন। দিব্যি টানা ঘুম দিয়েছেন যাত্রীদের অনেকেই।