রোগীর ব্রেন টিউমার । অপারেশনের টেবিলে শুয়ে রয়েছেন । মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার চলছে । কিন্তু, নীরব হয়ে অপারেশন টেবিলে শুয়ে নেই ওই রোগী । অস্ত্রোপচার চলছে, আর স্যাক্সোফোনে ১৯৭০ সালের বিখ্যাত চলচ্চিত্র ‘লাভ স্টোরি’-র থিম গানের সুর তুলছেন তিনি । টানা ৯ ঘণ্টা এভাবেই স্যাক্সোফোন বাজিয়ে গেলেন ওই রোগী । ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
ঘটনাটি ঘটেছে রোমে । সেখানের পাইডেইয়া আন্তর্জাতিক হাসপাতালে অস্ত্রোপচার জন্য ভর্তি হয়েছিলেন বছর ৩৫-এর ওই ব্যাক্তি । তিনি স্যাক্সোফোন বাজান, এটাই তাঁর পেশা । হাসপাতালের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, অস্ত্রোপচার চলাকালীন তাঁর স্নায়ুর কার্যকলাপ যাতে ঠিক থাকে, তা নিশ্চিত করতেই চিকিৎসকরা তাঁকে অজ্ঞান করেননি । এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাওয়েক সার্জারি।
হাসপাতালের তরফে জানানো হয়, ওই রোগীর অ্যাওয়েক সার্জারির প্রয়োজন রয়েছে । সেক্ষেত্রে, রোগীকে জেগে থাকতে হবে। ঘুমিয়ে পড়লে বা জ্ঞান হারালে চলবে না। সেকথা রোগীকে জানানো হয় । অস্ত্রোপচারের আগেই ওই ব্যক্তি জানিয়েছিলেন, তিনি স্যাক্সোফোন বাজাতে পারেন। তাই ন’ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলাকালীন স্যাক্সোফোন বাজিয়ে গেলেন ওই রোগী । আর তাঁর এই ক্ষমতাকে কাজে লাগিয়ে চিকিৎসকরা মস্তিষ্কের স্নায়ুর কার্যকলাপের উপর লক্ষ্য রাখছিলেন । ওই রোগী এখন সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে ।