সরকার বিরোধী বিক্ষোভ। ডিসেম্বর থেকেই অশান্ত দক্ষিণ আমেরিকার পেরু। গত কয়েকদিন ধরে বিক্ষোভের উত্তাপ ক্রমশ বাড়ছে। পুলিশ ও নিরাপত্তবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক দিনেই প্রাণ গিয়েছে প্রায় ১৭ জনের। এখনও পর্যন্ত এই বিক্ষোভ প্রতিবাদে মোট মৃত্যু ৩৯ জনের।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার পেরুর দক্ষিণ অঞ্চলের পুনো এলাকায় তিতিকাকা হ্রদ সংলগ্ন শহর হুলিয়াকাতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় আহত হন প্রায় ৬৮ জন আন্দোলনকারী। প্রাক্তন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োর দ্রুত মুক্তি দাবিতে এই আন্দোলন। দেশে সাধারণ নির্বাচন ও সংবিধান সংস্কারের দাবিও তুলেছেন বিক্ষোভাকারীরা।
আরও পড়ুন: ব্যক্তিগত সম্পত্তিতে রেকর্ড পতন! গিনেস বুকে নাম উঠল এলন মাস্কের
বিক্ষোভকারীদের অভিযোগ, ডিসেম্বরে অনৈতিকভাবে কংগ্রেস মুলতুবি করার অভিযোগ আনা হয় প্রাক্তন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োর বিরুদ্ধে। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে দেশের প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে।