শখ করে বাঘ পুষে ছিলেন। আর সেই বাঘকে নিয়েই মহাবিপদে পড়লেন সংযুক্ত আরব আমিরশাহীর এক ব্যক্তি। কারণ মালিকের দিকেই তেড়ে গেল সেই পোষ্য বাঘ। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যে ভিডিয়োতে দেখা যাচ্ছে দুবাইয়ের এক প্রসাদসম বাড়ি জুড়ে ছুটে বেড়াচ্ছে হলুদ কালো ডোরাকাটা একটি বাঘ। আর তার সামনেই ছুটে বেড়াচ্ছেন আমিরশাহীর বিখ্যাত পোশাক সজ্জিত মধ্যবয়স্ক এক ব্যক্তি। প্রথমে বাঘটি খেলা করছে মনে হলেও ভিডিয়োটি দেখলে বোঝা যায়, রীতিমতো প্রাণভয়ে ছুটছেন ওই ব্যক্তি। কারণ তাঁকে ধাওয়া করেছে বাঘটি। এমনকি থাবা দিয়ে ধরার চেষ্টাও করছে।
আরও পড়ুন - হাফিজ সইদের সহকারীর মৃত্যু, বিবৃতি জারি করে জানাল রাষ্ট্রপুঞ্জ
যে ভিডিয়ো দেখে নানা রকম মন্তব্য করেছেন নেটিজনরা। কারোর দাবি, এটা শুধুমাত্র পশ্চিম এশিয়াতেই সম্ভব। কেউ আবার বলেছেন, আগুন নিয়ে খেলা করলে তাঁকে তো পুড়তেই হবে। আবার অনেকে মশকরা করে লিখেছেন, এটাই বড়লোকদের জীবন।