ফের বিরাট সংখ্যক কর্মী ছাঁড়াই, এবার ফিলিপসে। মাইক্রোসফট, গুগল, টুইটারের পর এবার এই চিকিৎসাগত প্রযুক্তি ডিভাইস নির্মাতা এই সংস্থা ফিলিপস সোমবার ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে। এদিন এই সংস্থার সিইও রয় জ্যাকবস এই ঘোষণা করেন। ২০২৫ সালের মধ্যে সংস্থার কর্মী সংখ্যা আরও কমিয়ে আনতে চাইছে তারা৷ তিনি জানান কাজটি 'কঠিন' হলেও আগামী কিছুদিনে সংস্থার প্রায় ৬ হাজার কর্মীর চাকরি যেতে পারে।
Bangladesh News : লুকোচুরি খেলতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের বালক, খোঁজ মিলল মালয়েশিয়ায়
জানা যাচ্ছে, চিকিৎসার সরঞ্জার তৈরি করা এই সংস্থা সম্প্রতি বিপুল ক্ষতির সম্মুখীন হয়। এই তীব্র লোকসান সামলে উঠতে না পেরেই এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ফিলিপস। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মীদের মূলত চাকরি যেতে পারে।