মঙ্গলবারের রাত । গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে তখন অল্প ব্যস্ততা । হাসপাতাল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে আছেন রোগীর আত্মীয় পরিজনরা । কারও ছেলের চিকিৎসা চলছে, কারও স্বামীর কিংবা পরিবারের ঘনিষ্ঠ কেউ মৃত্যু সজ্জায় লড়াই করছেন । হঠাৎই বিস্ফোরণ । মুহূর্তে বদলে যায় হাসপাতালে ছবিটা । মুহূর্তে যেন মৃত্যুপুরী হয়ে ওঠে । তারপর কেটে গিয়েছে একদিন । হাসপাতাল চত্বর যেন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে । তাঁর চিহ্ণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । হাসপাতালের পার্কিং লটে ছড়িয়ে রয়েছে পুড়ে যাওয়া গাড়িগুলি, এখনও জায়গায় জায়গায় কালো ধোঁয়া বেরোচ্ছে । আকাশে-বাতাসে বারুদের গন্ধ । যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু ধ্বংসস্তূপ । মানুষের চোখে-মুখে আতঙ্ক । ছবিটা দেখলে শিউড়ে উঠবেন আপনিও ।
বিস্ফোরণের ঘটনার জন্য হামাস জঙ্গি গোষ্ঠী ইজরায়েলকে দায়ী করেছে । তাঁদের অভিযোগ, রকেট হামলা চালিয়েছে ইজরায়েল । কিন্তু, ইজরায়েলের সেনাবাহিনী বরং এক্স মাধ্যমে স্পষ্ট জানিয়েছে এই হামলার পিছনে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন ইসলামিক জিহাদ-এর হাত রয়েছে। ইজরায়েলের দাবি, তাদের দেশের দিকেই গাজা থেকে রকেট ছোড়া হয়েছিল। লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটাই গাজার ওই হাসপাতালের মধ্যে বিস্ফোরণ ঘটিয়েছে।
জানা গিয়েছে, বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে ।
বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত এক বৃদ্ধ বলেন, বসেছিলাম আমরা । হঠাৎই বিস্ফোরণ হয়, আমাদের উপর কাঁচ ভেঙে পড়ে । সব ধ্বংস হয়ে যায় মুহূর্তে ।