বছর ঘুরতেই ফের বিমান দুর্ঘটনা নেপালে। রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার জন্য টেক-অফ করেছিল শৌর্য এয়ারলাইন্সের একটি বিমান। ওই বিমানে ছিলেন ১৯ জন যাত্রী। কিন্তু ওড়ার খানিকক্ষণের মধ্যে তা ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। আজ, বুধবার ভারতীয় সময় সকাল ১১টা নাগাদ এই দুর্ঘটনা হয়েছে। নেপাল প্রশাসনের একটি সূত্র থেকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে এক পাইলটকে উদ্ধার করা হয়েছে। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, রানওয়ে থেকে ওড়ার পরেই গোঁতা খেয়ে মাটিতে পড়ে ওই বিমান। এবং তাতে আগুন লেগে যায়।
গত ১৪ বছরে এই নিয়ে একডজন বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল হিমালয়ের এই দেশ। এরমধ্যে গত বছরের জানুয়ারি মাসে ইয়েতি এয়ারলাইন্সের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৭২ জন। সেই বিমানটিও কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল। তবে নেপালের বিমান দুর্ঘটনার ইতিহাসে এখনও সবার মনে আছে ২০১৮ সালের কথা। ইউ-বাংলা এয়ারলাইন্সের সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৫১ জনের। যাঁদের বেশির ভাগ ছিলেন বিদেশি।
এই সময়টা নেপালের কাছে পর্যটনের মরশুম। দেশি-বিদেশি পর্যটকদের ভিড়ে ঠাসা থাকে নেপালের বিভিন্ন জায়গায়। তার মধ্যে এদিনের এই দুর্ঘটনা। নেপাল পুলিশ জানিয়েছে, বিমানচালক মণীশ শাক্যকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। সংবাদসংস্থার খবর, কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ উদ্ধার করা গিয়েছে।