সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির (Zelensky) সঙ্গে কথা বলবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ইউক্রেনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের (Indian students stranded in Ukraine) দেশে ফেরানো নিয়ে যখন সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র, তার মধ্যেই মোদী-জেলেনস্কির (Modi-Zelensky) এই বৈঠককে গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিকমহল।
আরও পড়ুন: প্যালেস্টাইনে ভারতীয় রাষ্ট্রদূতের অস্বাভাবিক মৃত্যু, শোক প্রকাশ বিদেশমন্ত্রকের
রাশিয়া ইউক্রেনে আক্রমণ (Russia Ukraine War) করার পর জেলেনস্কির সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার কথা বলবেন মোদী। ইতিমধ্যেই, যুদ্ধ শুরু হওয়ার পর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গেও কথা বলেছেন।
প্রসঙ্গত, ইউক্রেন আক্রমণ করার পর (Russia Ukraine War) রাষ্ট্রপুঞ্জে (UN) রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটি থেকেও নিজেকে বিরত রেখেছিল ভারত।