ইজরায়েল ও হামাসের সাময়িক যুদ্ধবিরতির পর ফের শুরু হয়েছে লড়াই। এই প্রেক্ষাপটেই ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের সঙ্গে সাক্ষাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহির জলবায়ু সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুবাইয়ে ইজরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে পার্শ্ববৈঠক সারেন তিনি. জানা গিয়েছে ইজরায়েল-প্যালেস্তাইনের সংঘাতের দীর্ঘমেয়াদী তথা স্থায়ী সমাধান নিয়ে সওয়াল করেন তিনি। গাজা ভূখণ্ডে ইজরায়েলি ফৌজের অভিযান ও হামাসের হত্যালীলা নিয়েও আলোচনা হয় তাঁদের।
এই বৈঠকের কথা জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি লেখেন, ৭ অক্টোবরের সন্ত্রাসবাদী হামলায় নিহত ইজরায়েলিদের জন্য শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে হামাসের হামাসের কবলে থাকা বন্দিদের মুক্তির পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন।