পাকিস্তানের (Pakistan) পেশোয়ারের মসজিদ বিস্ফোরণের ঘটনায় এই মুহূর্তে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০। পেশোয়ারের পুলিশের অনুমান, বদলা নিতেই মসজিদে বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। জঙ্গিদমন কার্যকলাপ চালানো পুলিশদের মনোবল ভাঙতেই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি পেশোয়ার পুলিশের।
Pakistan Blast Update : পেশোয়ার বিস্ফোরণের দায় নিল তালিবান, পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬
গত সোমবার দুপুর পৌনে দুটো নাগাদ প্রার্থনার জন্য সবাই এই মসজিদে এসেছিলেন। তখনই বিকট আওয়াজে কেঁপে ওঠে এই এলাকা। সেইসময় মসজিদ এলাকায় অন্তত চারশো জন পুলিশকর্মী হাজির ছিলেন। তারাই মূল লক্ষ্য ছিল বলে দাবি৷ প্রাণ বাঁচাতে শুরু হয় হুড়োহুড়ি। ততক্ষণে রক্তাক্ত প্রায় গোটা এলাকা। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু বিস্ফোরণের ফলে দুমড়ে যায় ঘটনাস্থল। এরপর সেনাকে তলব করা হয়।