বাংলাদেশি সাংসদ খুনে এক অভিযুক্তকে গ্রেফতার করল CID। তাঁর নাম জিহাদ হাওলাদার। সে আদতে বাংলাদেশের খুলনার বাসিন্দা। কিন্তু অবৈধভাবে প্রায় ২ মাস আগে ভারতে প্রবেশ করে। প্রথমে মুম্বইয়ে থাকলেও পরে কলকাতায় বসবাস শুরু করে সে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা।
Read More- নিউটাউনে উদ্ধার বাংলাদেশ সাংসদের দেহ, তদন্তে পুলিশ
জেরায় জিহাদ জানিয়েছেন, শ্বাসরোধ করে খুন করা হয় বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিমকে। তারপর হাড় ও মাংস আলাদা করে সে। এই কাজে আরও চারজন তাকে সাহায্য করেছিল। এবং পলিথিন ব্যাগে ভরে অন্যত্র নিয়ে গিয়ে ফেলে দেওয়া।
ওই ঘটনায় জুবের নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। তার নাম জুবের। খুনের ঘটনার সঙ্গে জড়িতদের সঙ্গে দেখা করেছিল জুবের। কী কারণে সাক্ষাৎ তা জানার জন্যই জুবেরকে আটক করা হয়েছে।