চিকিৎসায় মিউজিক থেরাপি এতদিনে বেশ জনপ্রিয় নানা দেশেই। তবে জনতাকে ছত্রখান করতে সঙ্গীতের এমন ব্যবহার বেনজির। নিউজিল্যান্ডের বিক্ষুব্ধ জনতাকে ছত্রখান করতে পুলিশ গান ব্যবহার করল। মেশিন গান নয়, সঙ্গীত। ওয়েলিংটনে সংসদের বাইরে ভ্যাকসিন বিরোধী একটি বিক্ষোভ চলছিল। বিক্ষুব্ধ জনতাকে ছত্রখান করতেই 'বেবি শার্ক', 'ইউ আর বিউটিফুল'এর মতো জনপ্রিয় গান চালানো হল পার্লামেন্টের বাইরে।
কিন্তু ফল হলো উলটো। জনপ্রিয় গানের তালে নেচে উঠল জনতা।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্দা আর্ডেন জানিয়েছেন দেশের অধিকাংশ মানুষ সরকারের ভ্যাকসিন কর্মসূচিকে সমর্থন করায় ভ্যাকসিন বিরোধী প্রচারে শামিল বিক্ষভকারীদের সঙ্গে আলোচনায় বসবে না সরকার।